Thank you for trying Sticky AMP!!

৮৩ প্রবাসী শ্রমিকের মুক্তির বিষয়ে রুল

হাইকোর্ট

নানা অপরাধে ভিয়েতনাম ও কাতারের কারাগারে বন্দী ছিলেন ৮৩ বাংলাদেশি। ক্ষমা পেয়ে দেশে আসার পর তাঁদের আটক করে কারাগারে পাঠানো হয়। এই ৮৩ জনকে মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে ভিয়েতনাম থেকে ৮১ ও কাতার থেকে দেশে ফেরা ২ জন প্রবাসী শ্রমিককে কোয়ারেন্টিন শেষে ১ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়।

এই ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন ১৩ সেপ্টেম্বর একটি রিট করেন।

Also Read: ৮৩ শ্রমিক কেন কারাগারে

আদালতে রিটের পক্ষে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

পরে আইনজীবী মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ পাঁচ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Also Read: নিঃস্ব, প্রতারিত প্রবাসীরা জেলে কেন?