চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের প্রার্থী কে— তা নিয়ে এখনো বিএনপি নেতা–কর্মীরা ধাঁধার মধ্যে রয়েছেন বলে দাবি করছেন প্রার্থী ইসহাক চৌধুরীর ছেলে শাহরিয়ার হোসেন চৌধুরী। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
শাহরিয়ার বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে আসলাম চৌধুরী প্রার্থিতা ফিরে পাওয়ার পরও রিটার্নিং কর্মকর্তা এখনো আমাদের কিছু নিশ্চিত করছেন না। তাই বিএনপি এবং জোটের নেতা–কর্মী এবং সমর্থকেরা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।এই অবস্থায় আমরা কেবল ধানের শীষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি সকলকে। প্রার্থী যে হবে হোক।’
লিখিত বক্তব্যে বলা হয়, আসলাম চৌধুরীর প্রার্থীতা–সংক্রান্ত নির্বাচন কমিশনের আপিল আবেদন গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো সহযোগিতা করছেন না। এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম–৪ আসনে ধানের শীষের প্রার্থীকে তা শনিবার (আজ) ব্যালট পেপার এলে বলতে পারব।’
তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসলাম চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখানো হচ্ছে। একই স্থানে এতদিন ধানের শীষের প্রার্থী হিসেবে দেখানো হয়েছিল তাঁর ভাই ইসহাক চৌধুরীর নাম।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ঋণ তথ্য ব্যুরো) প্রতিবেদনে সীতাকুণ্ড আসনের নৌকার প্রার্থীকেও ঋণখেলাপি দেখানো হয় বলে অভিযোগ করা হয়। কিন্তু তাঁর প্রার্থিতা বৈধ দেখানো হয়।
নৌকার প্রার্থী দিদারুল আলম বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার এক সপ্তাহ আগে আমি ঋণ পরিশোধ করে দিয়েছি। তা রিটার্নিং কর্মকর্তাকে দেখিয়েছি। তাই আমার মনেনায়ন বৈধ ঘোষণা করেছেন। বাংলাদেশ ব্যাংকের কাছে আপডেট তথ্য ছিল না।’