উপসাগরীয় দেশ ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিকান্দার আলী বলেছেন, বাংলাদেশ এবং ওমানের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যমূলক সম্পর্ক বহু বছরের। দুই দেশের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ এবং আদর্শের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ওমানের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মাসকাটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে ওমানের সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ বিন সাইদ আল কালবানি উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিতে ওমান তথা আরবীয় প্রভাব বিদ্যমান। তিনি বলেন, গত বছর দেশ দুটির মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বিভিন্ন সমঝোতা চুক্তি হয়েছে। টাইমস অব ওমান