
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ মিছিলে হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আরিফ আল খবির (৩৮) ও আব্বাস (২৪)। গতকাল বুধবার রাতে রাজধানীর রাজারবাগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ পক্ষে এসে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিলেন। আরিফ আল খবির রাজধানীর শাহজাহানপুরে থাকেন এবং তাঁর ঘনিষ্ঠ আব্বাস রাজারবাগ দরবার শরিফের ভেতরে থাকেন।
পুলিশ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম বলেন, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মতিঝিল থানায় মামলার প্রক্রিয়া চলছে। সন্দেহভাজন হিসেবে আরিফ ও আব্বাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে। আজ তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা না–রাখা নিয়ে গতকাল এনসিটিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। পরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা অভিযোগ করে, স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন তাদের ওপর হামলা চালিয়েছে। স্টুডেন্টস ফর সভারেন্টি ওই অভিযোগ অস্বীকার করেছে।