Thank you for trying Sticky AMP!!

রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’–বিষয়ক এক বিশেষ বক্তৃতায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক

কোরিয়া–বাংলাদেশ সম্পর্ক আরও সমৃদ্ধ করার প্রত্যাশা কোরিয়ার রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেছেন, কোরিয়া ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ করার সময় এসেছে। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানের জন্য বৃহত্তর ভূমিকা ও দায়িত্ব গ্রহণ করতে হবে।

সোমবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্যাম্পাসে তাদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ও কিং সেজং ইনস্টিটিউটের আয়োজনে ‘সমসাময়িক কোরিয়া: ইতিহাস, গণতন্ত্র, অর্থনীতি, শান্তি ও নিরাপত্তা’–বিষয়ক এক বিশেষ বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ সর্বজনীন মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, ১৯৭২ সাল থেকে গত পাঁচ দশকে উভয় দেশ যা অর্জন করেছে, তার ওপর ভিত্তি করে আগামী ৫০ বছরকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও বেশি শক্তিশালী করার  জন্য এখনই উপযুক্ত সময়।

আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য একটি ভালো উদাহরণ হতে পারে। আশির দশকের শুরুতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়নের জন্য কোরিয়ানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। এ ছাড়া আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ও কিং সেজং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাকির হোসেন রাজুর সঞ্চালনায় রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মিয়ংসু কিম।