
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী বাংলাদেশে ‘মোস্ট ইমার্জিং ব্র্যান্ড’–এর স্বীকৃতি পেয়েছে। গত তিন বছরের বিপণন কার্যক্রমের ভিত্তিতে এয়ারকন্ডিশনার ক্যাটাগরিতে গ্রী এই স্বীকৃতি অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৪’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, এনসার্চ এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। গ্রীর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার মোস্ট ইমার্জিং ব্র্যান্ডের সম্মাননা গ্রহণ করেন।
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট ২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে গ্রী এসি আস্থা ও সুনামের সঙ্গে আমদানি, উৎপাদন, সরবরাহ ও বিপণন করছে।
গ্রী এসি বাংলাদেশের পরিবেশ এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। ১৫ বছর ধরে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও নির্ভরতার ফলস্বরূপ গ্রী এসি বাজারে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে।