বিবৃতি
বিবৃতি

কলেজশিক্ষক নাদিরার নিরাপত্তা নিশ্চিত করার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। নাদিরা ইয়াসমিনকে হুমকি দেওয়া এবং চাকরিচ্যুত করার দাবির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে তারা।

আজ শনিবার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে অধ্যাপক আনু মুহাম্মদ সংবাদমাধ্যমে ওই বিবৃতি পাঠান। বিবৃতিতে হুমকিদাতা ও হয়রানিকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ফেসবুক ও মেসেঞ্জারে অশালীন মন্তব্য, মিথ্যা তথ্য ছড়ানো ও হুমকি দেওয়া হচ্ছে হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নাদিরা ইয়াসমিনের ন্যায়সংগত মতপ্রকাশের অধিকারের পক্ষে পূর্ণ সংহতি প্রকাশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, তাঁর প্রতি উগ্র–প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আক্রমণের হুংকারকে তারা ধিক্কার জানায়।

বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, শিক্ষাঙ্গনে শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও স্বাধীনতা এবং একজন নাগরিক হিসেবে ব্যক্তি মানুষের মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার ওপর এমন আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক নগ্ন আঘাত।

স্বাধীন, নির্ভয়ে জ্ঞানচর্চা ও মতপ্রকাশের অধিকার প্রত্যেক শিক্ষকের মৌলিক অধিকার উল্লেখ করে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, এই অধিকারকে কোনো হুমকি বা চাপের মুখে খর্ব করার অপচেষ্টা গণতান্ত্রিক সমাজের জন্য চরম লজ্জাজনক।

বিবৃতিতে আরও বেশ কিছু দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এর মধ্যে রয়েছে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত অনলাইন হয়রানি বন্ধে প্রশাসনের কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে তাদের শিক্ষকের শিক্ষাগত স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।

রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং দেশে গণতান্ত্রিক অধিকার ও স্বাধীন মতপ্রকাশের সুস্থির পরিবেশ বজায় রাখতে তাদের অঙ্গীকারবদ্ধতা প্রমাণ করবে।