
তালাক যথাযথভাবে হয়নি জেনেও বিয়ে করার অভিযোগে করা মামলায় আদালতে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা।
মামলায় সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১১ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জাকির হোসাইন আজ সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।
আইনজীবী ইরশাত হাসান প্রথম আলোকে বলেন, মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। আদালতে উপস্থিত থেকে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায়বিচার চান নাসির ও তামিমা। আসামিপক্ষ থেকে বলা হয়েছে, তারা আদালতে সাফাই সাক্ষ্য দেবে। পরে আদালত সাফাই সাক্ষ্যের জন্য ১১ আগস্ট তারিখ ধার্য করেন।
মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা তাঁর আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামিমা ও নাসিরের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।