রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। দাফনের রাষ্ট্রীয় কার্যক্রমের বিভিন্ন মুহূর্তের ছবি এবং এ–সংক্রান্ত তথ্য নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্বারা সুসজ্জিত গান ক্যারেজে বহনের দৃশ্য
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্বারা সুসজ্জিত গান ক্যারেজে বহনের দৃশ্য
খালেদা জিয়ার মরদেহ সুসজ্জিত গান ক্যারেজে স্থাপনের মুহূর্ত
সাবেক এ প্রধানমন্ত্রীর কফিন বহন করে সমাধিস্থলে নিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা
খালেদা জিয়ার মরদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়ার একটি দৃশ্য
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের শ্রদ্ধা নিবেদন
খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানেরাসহ বিশিষ্ট ব্যক্তিরা
গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনার সময় সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা
সেনাবাহিনীর সদস্যদের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাবেক এ প্রধানমন্ত্রীর মরদেহ পরিবহনের একটি মুহূর্ত
খালেদা জিয়ার মরদেহ পরিবহনে সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল