সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়। দাফনের রাষ্ট্রীয় কার্যক্রমের বিভিন্ন মুহূর্তের ছবি এবং এ–সংক্রান্ত তথ্য নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী।
