
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রথম আলোর বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে থাকবে গানের আসর।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল আট দিনের এই প্রদর্শনী। এতে আছে স্বৈরশাসন অবসানে সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনের আলোকচিত্র। আরও রয়েছে বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গুলি, কাঁদানে গ্যাসের সেলের খোসা, গ্রেনেডের পিন প্রভৃতি। আছে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পী শহীদ কবিরের চিত্রকর্ম নিয়ে ভিডিও চিত্র এবং সাভারে ৫ আগস্টের গণহত্যার ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র।
আজ বৃহস্পতিবার অনেকেই এসেছিলেন প্রদর্শনী দেখতে। সন্ধ্যায় আসেন বিশিষ্ট আলোকচিত্রী ড. শহীদুল আলম, তাঁর স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী সায়ানসহ অনেকে।
আগামীকাল শুক্রবার প্রদর্শনী চলবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। গান শোনাবেন আহমেদ হাসান সানি ও কাকতালের শিল্পীরা।