
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করছেন।
গানের অনুষ্ঠানের পর দুপুর ১২টা থেকে জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা। বেলা তিনটার দিকে জনসভাস্থলে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২-এ যোগ দিয়েছেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নামবেন তিনি। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন।
প্রায় ১১ বছর পর আজ চট্টগ্রাম নগরে দলীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করছেন নেতারা।
জনসভা উপলক্ষে সকাল ৯টা থেকেই নেতা-কর্মীরা দলে দলে পলোগ্রাউন্ডে আসছেন। তাঁরা নানা স্লোগান দিয়ে জনসভার মাঠে প্রবেশ করছেন।
জনসভা মঞ্চ করা হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার ফুট আয়তনের। নৌকা আকৃতির এই মঞ্চে প্রায় ২০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন শিল্পীরা।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রামজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভা ঘিরে চট্টগ্রাম নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।