Thank you for trying Sticky AMP!!

উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

ন্যাম সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলন এবং উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭-এর দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

উগান্ডার উদ্দেশে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় আজ শুক্রবার বিকেলে উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

ন্যামের প্রাক্–সম্মেলন পর্বে যোগ দিতে এর আগে উগান্ডা সফরে যাওয়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও এ সময় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন।

উগান্ডায় অনুষ্ঠেয় এই দুটি বহুপক্ষীয় সম্মেলনে যোগদান শেষে আগামী সোমবার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা পররাষ্ট্রমন্ত্রীর।