
দরজায় দাঁড়িয়ে সন্তানের জন্য মায়ের অপেক্ষা, বহুদিন পর বাড়ি ফিরেই ছোট্ট মেয়েটাকে কোলে তুলে বাবার আদর…। ঈদে বাড়ি ফেরা মানে শুধু বাড়িতে ফেরাই নয়, বাড়ি ফেরা মানে আপন মানুষকে কাছে পাওয়ার খুশি। তবে আর্থিকভাবে অসচ্ছল মানুষগুলোর বাড়ি ফেরা হয় সব সময়ই দুর্ভোগের ও ঝুঁকিপূর্ণ। কেউ ফেরেন ট্রাকে চেপে, কেউ ফেরেন ট্রেনের ছাদে চড়ে। সুবিধাবঞ্চিত এই মানুষগুলোকেই এবার ঈদে সম্পূর্ণ বিনা মূল্যে এসি কোস্টার বাসে বাড়িতে ফেরাতে গাড়িবুক-এর উদ্যোগ ‘খুশির টিকেট’।
ধনী-গরিব সবারই আপন মানুষের কাছে ফিরে যাওয়ার আনন্দ সমান। ঈদে সবাই নিরাপদে এবং কোনোরকম দুর্ভোগে না পড়ে প্রিয় মানুষের কাছে ফিরে যেতে চান। কিন্তু সবার পক্ষেই নিরাপদ একটা ভ্রমণের ব্যবস্থা করা হয়ে ওঠে না। এই ভাবনা থেকেই এমন ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকে বিনা মূল্যে ও নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে গাড়িবুক। আর খুশির ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার এই ক্যাম্পেইনের নাম ‘খুশির টিকেট’।
‘খুশির টিকেট’ ক্যাম্পেইন সম্পর্কে গাড়িবুক-এর প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ রাজীব হোসেইন বলেন, ‘ঈদের সময় অনেকেই ট্রাকের পেছনে ঝুলে বা ট্রেনের ছাদে উঠে বাড়ি যান। কেউ কেউ তো হেঁটেই রওনা হন বাড়ির পথে। কোরবানির ঈদ মানেই স্যাক্রিফাইস, অন্যের জন্য কিছু করা। সেই জায়গা থেকে আমাদের মনে হলো, ঈদে এই মানুষগুলোর জন্য কিছু করি, তাঁদেরকে নিরাপদে এবং সম্পূর্ণ বিনা মূল্যে বাড়িতে ফেরার একটা ব্যবস্থা করে দিই।’
গাড়িবুক বিশ্বাস করে মানুষের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ ও চলার স্বাধীনতায়। এই বিশ্বাস থেকেই গাড়িবুক ড্রাইভারদের কাছ থেকে কমিশন নেয় না এক টাকাও। তাই ভাড়ার পুরো টাকাই থাকে ড্রাইভারদের কাছে। এতে যেমন ড্রাইভারদের আয় বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাঁদের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। গাড়িবুক অ্যাপে ড্রাইভারদের কোনো কমিশন দিতে হয় না বলে প্যাসেঞ্জারের ভাড়াও আসে তুলনামূলক কম।
‘গাড়িবুক’ একটি অ্যাপভিত্তিক ট্রান্সপোর্টেশন সার্ভিস প্রোভাইডার। গাড়িবুক অ্যাপ থেকে শহরের ভেতরে কিংবা বাইরে যেকোনো প্রয়োজনে যাতায়াতের জন্য সেডান, নোয়াহ ও হাইয়েস গাড়ি বুক করা যায় খুব সহজেই। এখান থেকে প্যাসেঞ্জাররা তাঁদের পছন্দ অনুযায়ী গাড়ি, ড্রাইভার এবং ভাড়া সিলেক্ট করতে পারেন। পছন্দ করার এই স্বাধীনতা ভ্রমণকে করেছে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
ইন্টারসিটি ও রাইডশেয়ারের পাশাপাশি গাড়িবুক-এ রয়েছে এয়ারপোর্ট পিকআপ ড্রপ–অফ, ঘণ্টা ভিত্তিতে গাড়ি এবং বিএমডব্লিউ (BMW), মার্সিডিজ (Mercedes), হ্যারিয়ার (Harrier) ও অডির (Audi) মতো বিলাসবহুল গাড়ি বুক করার সুবিধা।
চাইলে গাড়িবুক-এর ‘খুশির টিকেট’ ক্যাম্পেইনে শামিল হতে পারবেন আপনিও। আপনার পরিচিত এমন সুবিধাবঞ্চিত মানুষের কথা জানালেই একটি এসি কোস্টার বাসে সম্পূর্ণ বিনা মূল্যে তাঁদের বাড়ি পৌঁছে দেবে গাড়িবুক। এ জন্য গাড়িবুক-এর ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ও ফোন নম্বর দিয়ে সাবমিট করলেই গাড়িবুক-এর একজন প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার আশপাশে থাকা এই মানুষগুলোকে পৌঁছে দেবে আপনজনের ঠিকানায়।
৬ জুন ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে গাড়িবুক-এর একটি এসি কোস্টার বাস ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে রওনা হবে নেত্রকোনার উদ্দেশে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: garibook.com/campaign/KhushirTicket