সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাজারে পাওয়া যায় ১৯ হাজার টাকায়, রেল কিনল ৩ লাখে

পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়েতে কেনাকাটায় বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি পেয়েছে সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বিস্তারিত পড়ুন...

জামালপুরের ডিসি বললেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। জামালপুরের মাদারগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিস্তারিত পড়ুন...

এডিসি হারুন স্যারকে মেরেছিলেন আমার স্বামী: চ্যানেল আইকে এডিসি সানজিদা

চ্যানেল আইয়ের ভিডিও থেকে নেওয়া


ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে থানায় মারধরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের স্ত্রী পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। বিস্তারিত পড়ুন ...

হারুন নামটা দারুণ নাম করেছে

‘আলোচ্য হারুন শুধু ছাত্রলীগ নেতার দাঁত ভাঙেননি, তিনি ছাত্রলীগের মনও ভেঙেছেন।’

‘হারুন’। ‘জাঁকাইয়া’ তোলা এই নাম শুনলেই মনের রূপালি পর্দায় ওয়েব সিরিজের ‘ওসি হারুন’ থেকে শুরু করে দাঁত ভাঙা হারুনের চেহারা অটোম্যাটিক্যালি ফুটে উঠছে। হারুন মানেই যেন এখন ‘হয় মরুন নয় মারুন’ মেজাজের মারদাঙ্গা পুলিশ অফিসার। বিস্তারিত পড়ুন...

রেস্তোরাঁ, মদ, ভারী অস্ত্র—কী নেই কিমের বিলাসবহুল ট্রেনে

পিয়ংইয়ং থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা করেছে কিম জং–উনকে বহনকারী সাঁজোয়া ট্রেন। এ সময় হাত নেড়ে স্টেশনে থাকা লোকজনকে বিদায় জানান কিম

রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। গতকাল ভারী অস্ত্রে সজ্জিত ব্যক্তিগত একটি বুলেটপ্রুফ ট্রেনে কিম জং-উন রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্তকে পৌঁছান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দেশটি সফরে গেছেন তিনি। বিস্তারিত পড়ুন ...