
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। হান্নান আদালতে দাবি করেছেন, তিনি মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছিলেন এবং শোরুমে গিয়ে তা প্রমাণ করার অনুরোধ করলেও র্যাব ও পুলিশ তা শোনেনি।