রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা। আজ রোববার ৪টা ৫০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা ওই এলাকার নিয়ন্ত্রণ নেন।
এর আগে সকাল থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ছিল মিরপুর গোলচত্বর এলাকায়। দুপুর ১২টার দিকে সেখানে তাঁদের সমাবেশ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, দুপুর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। বিক্ষোভকারীদের একটি দল কাজীপাড়ার দিক থেকে, অন্য আরেকটি দল মিরপুর-১১ নম্বরের দিকে থেকে গোলচত্বরের দিকে আসার চেষ্টা করলে দুপুর থেকেই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তেও দেখা গেছে। তবে বিক্ষোভকারীদের ধাওয়ায় খেয়ে ৪টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিছু হটে। বিকেল পৌনে ৫টার দিকে দেখা যায়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকার নিয়ন্ত্রণ নেন বিক্ষোভকারীরা।
এর আগে দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশ করতে দেখা যায়। সমাবেশের কারণে সড়ক বন্ধ থাকায় যানবাহন অন্য রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল।
বেলা ২টার দিকে কাজীপাড়ার দিক থেকে বিক্ষোভকারীদের একটি দলের মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির ঘটনা ঘটে। বেলা ২টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের দিক থেকে বিক্ষোভকারীদের একটি দলকে মিরপুর-১০ নম্বরের দিকে আসতে দেখা যায়। এ সময় মিরপুর-১০ নম্বরে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।