
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের যে তালিকা এসেছে, তা সঠিক নয়। তিনি বলেন, তালিকার অধিকাংশ চুক্তিই অস্তিত্বহীন। একটি চুক্তি বাতিল করা হয়েছে অনেক আগে। বাকিগুলোর কয়েকটি বিভিন্ন পর্যায়ে আছে, তবে ওই নামে নয়। স্থানীয় সরকার উপদেষ্টার ফেসবুক পোস্টের সূত্র ধরে এই আলোচনা শুরু হয়।