ইরান ও ইসরায়েলের যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ২৮ জন বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান।
এদিকে বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান সরকার সীমান্ত থেকে তাঁদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তাঁরা দেশে ফিরে আসতে পারবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কি না, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে; কাজেই আমি অন্তত এক-দুজনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারাই এখন আসতে চাইছে না।’