Thank you for trying Sticky AMP!!

অছাত্র-বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে আবাসিক হলগুলোকে বহিরাগতমুক্ত করতে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ হল না ছাড়লে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে৷

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে হল প্রশাসন৷

নোটিশে বলা হয়েছে, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসব ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে, তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো৷ এ ছাড়া অছাত্র ও বহিরাগত কোনো ব্যক্তি হলে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হচ্ছে৷ কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে৷'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, 'এটি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির অনেক আগেরই সিদ্ধান্ত৷ এটি বিশ্ববিদ্যালয়ের মৌলিক নীতিমালার একটি ৷ শিক্ষার্থীদের আমরা ধারাবাহিকভাবে এটি বলে আসছি৷ এখন তাদের দ্রুত হলত্যাগের সুযোগ দেওয়া হয়েছে৷'