
ধর্মীয় ও বাক্স্বাধীনতা মানুষের মৌলিক ও জন্মগত অধিকার এবং তা প্রতিষ্ঠায় ব্রিটিশ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য সরকারের প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁও এলাকার আহমদীয়া সম্প্রদায়ের মসজিদ আল-বাইতুল ইসলাম পরিদর্শন করেন লর্ড তারিক আহমেদ। এ সময় তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘ, কমনওয়েলথ ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ একটি দেশকে ধংসের পথে নিয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এটা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের এই উন্নয়নে সব ধর্ম ও মতাদর্শের অনুসারীদের অবদান রয়েছে। দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি আর স্থিতিশীলতা একান্ত অপরিহার্য।
লর্ড তারিক আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্য একযোগে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় আমির আবদুল আউয়াল খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, আহমদীয়া মুসলিম জামাতের বহিঃসম্পর্ক, গণযোগাযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী প্রমুখ।