Thank you for trying Sticky AMP!!

বিমানবন্দর থেকে আবারও ২৫০ কেজির বোমা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজও ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইট থেকে আজ বুধবার আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবাহিনীর একটি বোমা অনুসন্ধান দল বোমাটির খোঁজ পায়। এ নিয়ে একই এলাকা থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হলো। সব কটি বোমার ওজনই ২৫০ কেজি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিত তৈরির সময় আজ সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ২৫০ কেজি ওজনের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। পরে বোমাটি প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে পাঠানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই বোমাও বিগত ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর উদ্ধার হওয়া বোমাগুলোর মতোই দেখতে।

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতিসহ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করার জন্য সতর্কতার সঙ্গে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।