Thank you for trying Sticky AMP!!

ভিপি নুরুলের সমাবেশে হামলা

>ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা আগে থেকে অবস্থান নিয়ে এনআরসি ও ক্যাবকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে তাঁরা নুরুলকে কর্মসূচি করতে নিষেধ করেন। এ সময় ভিপি নুরুলের সংগঠনের নেতা-কর্মীরা তা মানতে অস্বীকৃতি জানালে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা তাঁদের মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে ডাকসু নেতা–কর্মীরাও তাঁদের ওপর চড়াও হন। এতে নুরুলের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১০ জন আর মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ জন আহত হয়েছেন বলে দুই পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রাজু ভাস্কর্যের পাদদেশে আগেই অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা
ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হকসহ অন্যরা মানববন্ধনে দাঁড়ালে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা পোস্টার কেড়ে নেন
প্রাথমিক ওই হামলার প্রতিবাদ করেন নুরুল হকসহ অন্যরা
পরে মিছিল বের করতে গেলে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ হাতাহাতিও হয়
দুই পক্ষ একে অপরকে শাসায়
একপর্যায়ে ডাকসু নেতা-কর্মীরাও তাঁদের ওপর চড়াও হন।
আহত সিফাত ও আমিনুলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়
পরে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা চলে গেলে নুরুল তাঁর পূর্বঘোষিত কর্মসূচি পালন করেন।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকেও সমাবেশ শেষে হাসপাতালে নেওয়া হয়