মতিঝিলে জমজমাট ফুটপাত

>

ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর ছোট-বড় বিপণিবিতান। ঈদ যত এগিয়ে আসছে, বিপণিবিতানগুলোতে ততই বাড়ছে ক্রেতার ভিড়। পাশাপাশি ভিড় বাড়ছে ফুটপাতে হকারদের অস্থায়ী দোকানগুলোতেও। রাজধানীর বিভিন্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু রাজধানীর মতিঝিল এলাকায় পসরা সাজিয়ে বসার সুযোগ পেয়েছেন হকাররা। অনেকে এই এলাকার ফুটপাত থেকে নিজের ও প্রিয়জনদের জন্য পোশাক, জুতা, বেল্ট ও অন্যান্য জিনিস কিনছেন। বিক্রি ভালোই হচ্ছে, তবে উচ্ছেদ অভিযানের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া যাবে কি না, তা নিয়ে হকারদের দুশ্চিন্তা রয়েছে। ছবিগুলো বুধবারের।

পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়।
পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়।
বিভিন্ন ধরনের জুতা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।
সব ধরনের শার্টের দাম ৫৫০ টাকা।
শার্ট ও প্যান্টের কাপড়ও কিনছেন অনেকে। দাম ৩০০ থেকে ৬০০ টাকা।
একেকটি বেল্টের দাম ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।
প্যান্ট পাওয়া যাবে ৩৫০ থেকে ৮০০ টাকার মধ্যে।