Thank you for trying Sticky AMP!!

মহাখালীতে বাস ভাঙচুরের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালী বাস টার্মিনাল

রাজধানীর মহাখালীতে এনা পরিবহনের একটি বাসের ভাড়া আদায়কারীকে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের পরিবহনশ্রমিকেরা মহাখালীর আমতলী এলাকার সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সরকারি তিতুমীর কলেজের কয়েকজন ছাত্র এনা পরিবহনের একটি বাসে ওঠেন। রাত ৯টার দিকে বাসটি মহাখালী পৌঁছালে ভাড়া আদায়কারীর সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয় তাঁদের।

পরে ছাত্ররা কলেজে ফোন করে অন্য ছাত্রদের ডেকে আনেন। এ সময় ছাত্ররা ভাড়া আদায়কারীকে মারধর করে বাসটি ভাঙচুর করে চলে যান। এর প্রতিবাদে রাত সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের পরিবহনশ্রমিকেরা মহাখালীর সড়ক অবরোধ করে রাখেন। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর দুদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।