Thank you for trying Sticky AMP!!

মায়ের চিকিৎসায় সাহায্যের আবেদন

মোছা জাহানারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তানজিলা আক্তারের মা মোছা. জাহানারা (৪৮) ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক মোস্তফা আজিজ সুমনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মোছা. জাহানারার। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন জাহানারা।

পরিবারের একমাত্র উপার্জনকারী তানজিলা আক্তারের বাবা বিস্কুট তৈরির কারাখানায় কাজ করেন। অভাব-অনটনের সংসারসহ তানজিলা আক্তার ও তাঁর ভাইয়ের পড়াশোনা খরচ তিনি চালাতেন।

অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছে না পরিবারটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার মায়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন। তাঁর মায়ের উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০-১১ লাখ টাকার প্রয়োজন।

সাহায্য পাঠানোর ঠিকানা
তানজিলা আক্তার যুথি (Tanzila Akter)
অ্যাকাউন্ট নম্বর: 20501290203650216
ইসলামী ব্যাংক লিমিটেড, নিউমার্কেট শাখা, ঢাকা

*বিকাশ নম্বর 01823325636 ও 01911470030