
রাজধানীর মোহাম্মদপুরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
শনিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আলাউদ্দিনকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন ঢাকা উদ্যান থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা দিকে যাচ্ছিলেন। এ সময় কাঁঠালবোঝাই একটি মিনি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেলোয়ারের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় থাকতেন। পেশায় একজন ব্যবসায়ী।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ট্রাকের ধাক্কায় দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়।