Thank you for trying Sticky AMP!!

রাজউকের নতুন চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী

এ বি এম আমিন উল্লাহ নুরী

সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান করা হয়েছে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কারও নাম সুপারিশ করা হয়নি। এর আগে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার পরপরই দক্ষিণ সিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ বি এম আমিন উল্লাহ নুরীকে পদায়ন করা হয়েছিল।

রাজউকে যোগদান প্রসঙ্গে জানতে চাইলে এ বি এম আমিন উল্লাহ নুরী প্রথম আলোকে বলেন, ‘প্রজ্ঞাপন তো কেবল হলো। আবার বর্তমান যে পদে আছি এই পদে এখনো কাউকে দেওয়া হয়নি। দেখা যাক কী হয়।’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নুর আলম অবসর–উত্তর ছুটিতে যান। পরে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।