
রাজধানীর জিগাতলায় মো. হানিফ মিয়া (৩০) নামে ছাত্রলীগের এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। হানিফ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি।
হাসপাতালে ধানমন্ডি থানা যুবলীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হোসেন আলী আফরাদ প্রথম আলোকে বলেন, ‘বিকেলে জিগাতলা কাঁচাবাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন হানিফ। স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান সাখাওয়াত হোসেন ওরফে জনি জিগাতলা মসজিদের কাছে তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তিনি হানিফের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’
আহত হানিফকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
হোসেন আলীর অভিযোগ, সাখাওয়াত এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারে বাধা দেওয়ায় হানিফের ওপর হামলা চালানো হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এর আগেও সাখাওয়াতের বিরুদ্ধে মারামারির অভিযোগ পেয়েছি। তবে সর্বশেষ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’