Thank you for trying Sticky AMP!!

‘শিশু বক্তা’ রফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সম্প্রতি এ অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত অপর আসামি হলেন মাহমুদুল হাসান।

আজ শনিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এর আগের দিন নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Also Read: ‘শিশুবক্তা’ রফিকুলের নামে মতিঝিল থানায় মামলা

পরে তাঁর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়। ওই মামলায় ১৬ এপ্রিল তাঁকে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর মতিঝিল থানায় করা মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল পুলিশ। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইসলামি দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রফিকুলের বয়স ২৭ বছর হলেও দেখতে ছোট হওয়ায় তাঁকে শিশু বক্তা বলে ডাকেন তাঁর ভক্তরা।