সংযুক্ত আরব আমিরাত সফরে সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
 ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে। এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইয়ে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো–২০২১ অবলোকন করবেন। ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।