Thank you for trying Sticky AMP!!

সেই চিকিৎসক জরিমানার টাকা ফেরত পাবেন

দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পথে ৩০০০ টাকা জরিমানা গুনতে হয়েছে এক চিকিৎসককে

রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক নাজমুল ইসলামের জরিমানা মওকুফ করা হয়েছে। আজ বুধবার রাতে চিকিৎসক নাজমুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের একটি সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যার আগে একজন পুলিশ কর্মকর্তা তাঁকে ফোন করেছিলেন। তিনিই জরিমানা হিসেবে আদায় করা টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কাজ সেরে ফেরার পথে তিনি টাকা ফেরত নেবেন।

এদিকে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলেছে, আজ সারা দিনে কয়েক হাজার চিকিৎসক কাজে বেরিয়েছেন। যাঁরা পরিচয়পত্র দেখিয়েছেন তাঁদের বেশির ভাগ কোনো সমস্যায় পড়েননি। অল্প কয়েকজন সমস্যায় পড়েছেন। জরুরি সেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখালে সমস্যায় পড়বেন না।

নাজমুল ইসলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক।‌ সকালে মুন্সিগঞ্জ থেকে নিজের গাড়িতে কর্মস্থলে আসার পথে পুলিশ চেকপোস্টে তাঁকে থামতে হয়। সেখানে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানিয়ে তাঁর স্ত্রী ইসরাত জাহান ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এরপর বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার জন্ম হয়

Also Read: চিকিৎসকদেরও গুনতে হয়েছে জরিমানা, আটকা পড়েছেন অনেকে