‘৯৯৯’ থেকে খবর পেয়ে ফুটপাত থেকে লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স ৬০ বছর হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এস আই) কাউসার আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যায় ৯৯৯ নম্বর থেকে রমনা থানায় ফোন করে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ভবনের সামনের রাস্তায় এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর শাহবাগ থানার পুলিশ ফুটপাত থেকে ওই নারীর নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনে পাতলা কম্বল ছিল।

এস আই কাউসার বলেন, উদ্ধার হওয়া বৃদ্ধা দরিদ্র, তিনি পথঘাটে ঘুরে বেড়াতেন। শারীরিক অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।