লাশ উদ্ধার
লাশ উদ্ধার

আজিমপুর কলোনির পুকুর থেকে তরুণের ভাসমান লাশ উদ্ধার

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ধারণা করছে, তরুণের বয়স ২০-২২ হতে পারে। তাঁর পরনে ছিল খয়েরি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।

লালবাগ থানার উপরিদর্শক (এসআই) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা আজিমপুর সরকারি কলোনির পুকুরে লাশ ভাসতে দেখেন। এরপর তাঁরা তা পুকুর পাড়ে উঠিয়ে লালবাগ থানায় খবর দেন। পুলিশ দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।