লাশ
লাশ

নাশতা আনতে গিয়ে রাজধানীতে বাসচাপায় কিশোর নিহত

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বাসটি জব্দ করেছে।

ওই কিশোরের নাম সাজিদ হোসেন (১৬)। সে মোটরসাইকেল কেনাবেচার দোকানে কাজ করত। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

দোকানমালিক আল আমিন প্রথম আলোকে বলেন, তাঁর দোকানের কর্মচারী সাজিদ নাশতা আনতে বের হয়। সন্ধ্যা সাতটার দিকে রামপুরা ইসলামী ব্যাংকের সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাজিদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।