Thank you for trying Sticky AMP!!

সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর দগ্ধ মায়ের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

নারায়ণগঞ্জের মাসদাইর একটি ১০ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম (২৪) মারা গেছেন। সন্তান জন্মের ১০ দিন পরে মারা গেলেন কুলসুম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Also Read: নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, কুলসুম আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ১০ তলা একটি ভবনের ছয়তলায় থাকতেন কুলসুম। সম্প্রতি ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুনে দগ্ধ হন কুলসুম ও তাঁর তিন বছরের ছেলে। এরপর দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১৩ মার্চ বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুমের সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মা কুলসুম মারা গেলেন।

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।