মেট্রোরেল

বেলা বাড়ার সঙ্গে বাড়ল যাত্রীর চাপ

আগারগাঁও মেট্রোরেল স্টেশনে টিকিট কাটার জন্য যাত্রীর সারি
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে আজ সোমবার সকালের দিকে যাত্রী কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে স্টেশনে যাত্রীর সংখ্যা বাড়ে।

স্টেশনটিতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যাত্রীর চাপ কম লক্ষ করা যায়। এই সময়ে টিকিট কাটার সারি কখনো ফাঁকা ছিল। কখনো সারিতে দু-তিনজন ছিল। এই সময়ে একটি সারিতে সর্বোচ্চ ৮ থেকে ১০ জন যাত্রীকে দেখা গেছে।

তবে সকাল ১০টার পর যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেখা যায় টিকিটের জন্য লম্বা সারি।

স্টেশনটিতে প্রথমে একটি সাধারণ কাউন্টার ও তিনটি মেশিনের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছিল। যাত্রীর চাপ বাড়ার পর তিনটি কাউন্টার ও তিনটি মেশিনের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়।

আগারগাঁও স্টেশনে সকাল ১০টার পর যাত্রীর সংখ্যা বাড়তে থাকে

আগারগাঁও স্টেশনে শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা থেকে এই স্টেশনে আসি। তখন স্টেশনে যাত্রীর কোনো ভিড় ছিল না। এখন আগারগাঁও থেকে উত্তরা ফিরে যাচ্ছি। এখন যাত্রীর ভিড় দেখছি।’

যাত্রীরা বলছেন, এখনো অনেক মানুষ স্রেফ ঘুরে দেখার জন্য আসছে। তারা হয়তো খুব সকালে আসছে না। ১০টার পর আসছে। এ কারণে বেলার বাড়ার সঙ্গে ভিড় বাড়ছে।

গত বুধবার উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রী পরিবহন শুরু হয়।