Thank you for trying Sticky AMP!!

ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা

ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আয়োজন বসেছিল। এ সময় সাবেক শিক্ষার্থীদের হাসি–আনন্দ–স্মৃতিচারণ–আড্ডায় মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল র‌্যাফেল ড্র ও কনসার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মাহফুজুর রহমান, রিজ পার্ক হোল্ডিংস লিমিটেডের পরিচালক বদরুল হাসান খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী। সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারপারসন ও প্রথম অ্যালামনাই রিইউনিয়নের আহ্বায়ক গোলাম রব্বানী। 

এর আগে কেক কেটে ও কবুতর উড়িয়ে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ আলী আজ্জম।

দ্বিতীয় পর্বে শুরুতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর গান পরিবেশন করেন বদরুল হাসান খান। মঞ্চ মাতায় ব্যান্ড আভাস।