আগুনে নিহত ব্যক্তিদের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আজ মঙ্গলবার রাতে ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে
আগুনে নিহত ব্যক্তিদের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আজ মঙ্গলবার রাতে ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে

বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে ‘বিষাক্ত গ্যাস’

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডে ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিকের গুদামে বিস্ফোরণ থেকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় এত মৃত্যু হয়েছে। পোশাক কারখানার ছাদের দরজায় তালা লাগানো ছিল এবং ভবনটির অগ্নিনিরাপত্তা সনদ ছিল না। ফায়ার সার্ভিস পরিচালক জানান, রাসায়নিক গুদামে ৬-৭ ধরনের রাসায়নিক ছিল এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।