Thank you for trying Sticky AMP!!

চালের দুটি দোকান পুড়ে গেছে, মকবুল এখন দিশেহারা

মোহাম্মদ মকবুল হোসেনের চালের দুটি দোকান আগুনে পুড়ে গেছে

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোহাম্মদ মকবুল হোসেনের চালের দুটি দোকান ছিল। আগুনে তাঁর দুটি দোকানই পুড়ে গেছে।

মকবুল হোসেনের ভাষ্য, তাঁর দুটি দোকানে ২৫ লাখ টাকার চাল ছিল। বেশির ভাগ চাল পুড়ে কয়লা হয়েছে। বাকি চাল অর্ধপোড়া। এ চাল কোনো কাজে লাগবে না।

Also Read: মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিভেছে

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে

মকবুল হোসেন আরও বলেন, দোকানে প্রায় ৫০ হাজার নগদ টাকা ছিল। তা–ও পুড়ে গেছে। সব মিলিয়ে এখন তিনি দিশেহারা।

মকবুল হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি ১৯৯৮ সাল থেকে এ মার্কেটে দোকান দিয়ে আসছেন।

Also Read: মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট

আজ সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

মকবুল হোসেন বলেন, তাঁর তিনি তিন ছেলেমেয়ে। তারা পড়ালেখা করে। এখন তাঁর পরিবার চালানোটাই কঠিন হয়ে যাবে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল। আজ সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে যাওয়া পণ্য

নাদিম ডি ক্ল্যাসিক ফ্যাশন নামের দোকানে কাজ করেন সাইদুল ইসলাম। তিনি জানান, আগুনে এ দোকানের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

মা বস্ত্রালয় নামের দোকানের সব শাড়ি-থ্রিপিসও পুড়ে ছাই হয়ে যেতে দেখা গেছে।
সোহেল রানা নামের এক ব্যক্তির পাঁচটি দোকান ছিল। তাঁর সব কটি দোকাই পুড়ে গেছে।

ইউসুফ আলী নামের এক ব্যক্তির চালের দুটি দোকান ছিল। তাঁর দোকানের সব চাল পুড়ে গেছে।