সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঢাকার যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত

ঢাকার যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় জহুরা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জহুরার বাবার বাড়ি নারায়ণগঞ্জে। তিনি স্বামী নাসিরের সঙ্গে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় বসবাস করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জহুরা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের ফুটপাত থেকে সবজি কিনছিলেন। একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাতেই জহুরার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাভার্ড ভ্যানের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জহুরার মরদেহ আজ শনিবার সকালে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।