‘তথ্য আপা প্রকল্পের’ কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। ছবিটি ৩০ মে তোলা
‘তথ্য আপা প্রকল্পের’ কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। ছবিটি ৩০ মে তোলা

পুলিশের হাতে নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ ‘তথ্য আপা’ প্রকল্পের নারী কর্মীদের

পুরুষ পুলিশের হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। তাঁরা বলেন, প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করতে গেলে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা চালান।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা ‘জাতীয় মহিলা সংস্থা’ এই প্রকল্প বাস্তবায়ন করছে। পুরো প্রকল্পের নাম ‘তথ্য আপা: তথ্য যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা দাবিদাওয়া নিয়ে যমুনা অভিমুখে লংমার্চ করতে গিয়ে প্রথমে পুলিশের হামলার মুখে পড়েন। পরে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে মেয়েদের ওপর আবারও পুরুষ পুলিশ সদস্যরা হামলা চালান, গালাগাল দেন ও লাঠিপেটা করেন। এরপর নারী পুলিশ সদস্যরা এসে ১৪৪ ধারার অঞ্চলের বাইরে অবস্থানরত নারী কর্মীদের ওপর দুই দফায় লাঠিপেটা করেন, বুট জুতা দিয়ে নারীদের পেটে লাথি মারেন, এমনকি গর্ভবতী নারীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েক দিন আগেও দুটি রাজনৈতিক দল যমুনার সামনে সমাবেশ করেছে। পুলিশ তাদের কিছু বলেনি; কিন্তু নিরীহ মেয়েদের নির্যাতন করেছে।