কখনো পড়ন্ত বিকেলের আলো, কখনো পাহাড়ের সবুজাভ রং ছড়িয়ে গেছে ক্যানভাসজুড়ে। দেয়ালজুড়ে ছড়িয়ে থাকা ছবিতে ব্যঞ্জনা প্রকাশে বস্তুর কাঠামোর চেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে রঙের ব্যবহার। ছবিগুলোর মতোই এ প্রদর্শনীর নাম ‘সিম্ফনি অব কালার’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাস্টার্সের প্রথম ব্যাচের শিক্ষার্থী জাকিয়া আজিজের আঁকা ছবি নিয়ে এ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানী ঢাকার লালমাটিয়ায় ‘গ্যালারি দ্য ইলিউশনস’ এ। গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী, ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পী রফিকুন নবী বলেন, ‘প্রতিটি শহরের আলো ভিন্ন। জাকিয়া আজিজের ছবির দিকে তাকালে প্রথমে মনে হয় শুধু রং দেখা যাচ্ছে। আরও নিবিষ্টভাবে দেখলে বোঝা যায় সেখানে কাঠামো আছে।’
রফিকুন নবী বলেন, ‘জাকিয়া ছোট পরিসরেও রং দিয়ে বিশাল ব্যাপ্তি তৈরির চেষ্টা করেছেন। তাঁর বেশির ভাগ ছবিতে ব্রাশের ঘন কাজ দেখা যায়। ছোট ছবিতেও বড় কথা বলা যায়।’
তবে শিল্পী জাকিয়া আজিজ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবেন, এমন প্রত্যাশা জানিয়ে সত্তরের দশকের শেষের চারুকলার শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণা করেন রফিকুন নবী।
শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, এই প্রদর্শনী দেখে স্মৃতিকাতর পথে হেঁটে যাওয়ার অনুভব পাবেন দর্শক। এ প্রদর্শনীর বেশির ভাগ ছবিতে বিষয়বস্তু রঙের ভেতর নিমজ্জিত হয়ে আরেকটি দ্বিতীয় দৃশ্য তৈরি করে। জাকিয়া আজিজের ছবিতে স্থাপত্যরীতির সঙ্গে প্রকৃতির সমন্বয় ঘটেছে। সুন্দরের আকাঙ্ক্ষার সঙ্গে রয়েছে প্রকৃতির সুষমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস। তিনি শিল্পী জাকিয়া আজিজের সহপাঠীও। সত্তরের দশকে চারুকলার স্মৃতিচারণা করে শিল্পী মো. ইউনুস বলেন, এই শিল্পী তখন থেকেই চারপাশের মানুষের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ছবিকে। তাঁর ছবিতে বিজ্ঞান আছে। আলোর প্রতিফলন, প্রতিসরণের মাপ, সময়ের পরিবর্তনের সঙ্গে আলোর খেলা, বদলে যাওয়া আছে এখানে।
শিল্পী জাকিয়া আজিজ প্রথম আলোকে বলেন, ‘দর্শকের ভাবনায় অভিঘাত দেওয়া নয়, বরং প্রশান্তির ভেতর দিয়ে তাঁর মনের যাত্রা করানোই আমার আঁকার উদ্দেশ্য। তাই রঙের বৈপরীত্যকে গুরুত্ব না দিয়ে, বরং সমন্বয়ের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা করেছি।’
প্রবাসী এই শিল্পী বলেন, ‘আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকি। তবে স্পেন, মাদ্রিদ বা ইউরোপের যেখানেই গিয়েছি, দেখেছি সেখানকার আলো আলাদা। সেটাই ধরতে চেষ্টা করেছি।’
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিল্পী ওয়াকিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের শিল্পীদের পারস্পরিক সম্পর্কের কারণে খুব অল্প সময়ের মধ্যে এ প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়েছে।
গতকাল থেকে শুরু হওয়া সিম্ফনি অব কালার জাকিয়া আজিজের ১১তম একক চিত্রকর্ম প্রদর্শনী। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যালারি দ্য ইলিউশনের এ প্রদর্শনী সবার।