পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান। ঢাকা, ১২ জুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান। ঢাকা, ১২ জুন

ঈদের সময় বাসের ছাদে যাত্রী নেওয়া যাবে না: ডিএমপি ট্রাফিক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-ট্রাফিক) অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল আজহার সময় রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার ফিটনেসবিহীন কোনো বাস যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। এ ছাড়া বাসের ছাদে কোনো যাত্রী বহন করা যাবে না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ।

আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুনিবুর রহমান। তিনি বলেন, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন বাস টার্মিনাল ও আন্তজেলা বাস টার্মিনাল ছাড়া সড়কের কোনো স্থান থেকে দূরপাল্লার পরিবহনগুলো যাত্রী তুলতে বা নামাতে পারবে না। টার্মিনালের ভেতরে অবস্থান করেই বাসের আসন পূর্ণ করতে হবে। বিষয়টি নিশ্চিত করতে পরিবহন মালিক কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করে তাদের সঠিক নির্দেশনা মেনে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

ডিএমপি ট্রাফিকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, যাঁরা মোটরসাইকেল চালিয়ে দূরদূরান্তে যাবেন, তাঁদের সার্বক্ষণিক হেলমেট পরতে হবে। একই সঙ্গে সড়কে চলাচলের ক্ষেত্রে গতিসীমা মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের যেন ভোগান্তি না হয়, সে বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ সতর্ক রয়েছে। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার পয়েন্টগুলোতে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগ পর্যবেক্ষণ করছে।

কোরবানির পশুবাহী গাড়ির জন্য নির্দেশনা

মুনিবুর রহমান বলেন, কোরবানির পশুবাহী গাড়িগুলোকে অবশ্যই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অনুমোদিত হাটে যেতে হবে। এ ছাড়া পশুবাহী গাড়িগুলোকে অবশ্যই হাটের ভেতরে পশু লোড-আনলোড করতে হবে।

কোরবানির পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, পশুবাহী ট্রাক বা গাড়িকে কোনো ধরনের হয়রানি করা যাবে না। পশুবাহী ট্রাকের সামনে নির্ধারিত হাটে যাওয়ার স্টিকার ব্যানার লাগাতে হবে। যদি কেউ আগেই পশুবাহী গাড়ি থামিয়ে অন্য হাটে প্রবেশে করানোর চেষ্টা করেন, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাস টার্মিনাল ও পশুর হাটগুলোতে পুলিশের নজরদারি থাকবে বলে জানান মুনিবুর রহমান। তিনি বলেন, গাবতলী-মহাখালী পশুর হাট ছাড়াও সব পশুর হাটে পুলিশের পর্যবেক্ষণ (ওয়াচ) টাওয়ার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সার্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। ডিএমপির ট্রাফিক বিভাগের কাজ ঈদের সাত দিন আগে থেকেই শুরু হয়েছে।