Thank you for trying Sticky AMP!!

আজ শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস

বাংলাদেশ শিশু হাসপাতালে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিইউ বিভাগে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। বেলা ২টা ৪০ মিনিটের দিকে আগুন নেভানো হয়।

আগুনে কার্ডিয়াক আইসিইউ বিভাগের শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম প্রথম আলোকে বলেছিলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়।

Also Read: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে আগুন

আগুন লাগলে বিভিন্ন বিভাগে থাকা রোগীদের নিয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন স্বজনেরা

কার্ডিয়াক আইসিইউ বিভাগটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগলে রোগী, স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন বিভাগে থাকা রোগীদের নিয়ে ভবনের বাইরে বেরিয়ে আসেন স্বজনেরা।

আগুনে কার্ডিয়াক আইসিইউ বিভাগের শয্যাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে।

আগুনের কারণসহ ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।