Thank you for trying Sticky AMP!!

মিরপুরে ৯৬ কাঠা সরকারি খাসজমি উদ্ধার

খাসজমি উদ্ধারের পর সাইনবোর্ড স্থাপন করা হয়েছে

ঢাকার মিরপুরে ৯৬ কাঠা সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। এর বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অর্ণব মালাকার বলেন, অভিযানে নলভোগ মৌজায় একটি হাউজিং কোম্পানিসহ বিভিন্নভাবে দখলে থাকা তিনটি দাগ থেকে উদ্ধার করা মোট জমির পরিমাণ ৯৬ কাঠা। এসব খাসজমি উদ্ধার করে পরে সেখানে সরকারি দখলসংক্রান্ত সাইনবোর্ড এবং লাল পতাকা স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে অর্ণব মালাকার বলেন, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।