রাজধানীর কদমতলীতে এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম নাসরিন আক্তার (৪৫)। আজ শনিবার বেলা তিনটার দিকে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, ছেলে মারধর করায় অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।
নাসরিনের ভাই মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বোনের বাসা কদমতলীর নূরপুর এলাকায়। আজ দুপুরের দিকে ভাগনে মো. অনন্ত (২৬) মায়ের কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় মাকে মারধর করেন ছেলে। পরে অভিমানে তাঁর বোন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
নাসরিন আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লায়। তাঁর স্বামী নাসির উদ্দিন গত বছর মারা যান।