সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মুগদায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে একজন নিহত

রাজধানীর মুগদায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ওবায়দুল হক।

আজ বুধবার সকাল ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে সড়কে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর ঢাকা রেলওয়ে বিভাগের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

আতিকুরের সহকর্মী ওবায়দুল হক বলেন, আতিকুরের বাসা মুগদা এলাকায়। আজ সকাল আটটার দিকে বাসা থেকে কর্মস্থলে আসার পথে মুগদা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আতিকুর মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি মুগদা এলাকায় থাকতেন। তাঁর পরিবার গ্রামের বাড়িতে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আতিকুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।