বিকেল পাঁচটার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ছেড়ে আবারও শাহবাগ অবরোধ করেন। ঢাকা। ২৭ আগস্ট
বিকেল পাঁচটার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ছেড়ে আবারও শাহবাগ অবরোধ করেন। ঢাকা। ২৭ আগস্ট

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে বললেন প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে বললেন আন্দোলনকারীরা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা ৫ দফা দাবি পেশ করেন, যার মধ্যে রয়েছে হামলাকারীদের বিচার ও আহতদের ক্ষতিপূরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। পূর্বঘোষিত 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবরোধ চলছে।