Thank you for trying Sticky AMP!!

জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ড

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের কাছে একটি সুইপার কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘রাত ৩টা ২০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। ছয় মিনিটের মধ্যেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। পরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে সাতটি ইউনিট।’

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ‘আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হলে ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা এ বিষয়ে তথ্য দেবেন।’

অবশ্য স্থানীয় লোকজন বলছেন, প্রথমে যে ঘরটিতে আগুন লাগে, ওই ঘরের তিন থেকে চারজন আহত হয়েছেন।

আগুনে হানিফ ফ্লাইওভারের নিচের এই সুইপার কলোনির টিনশেড ঘরগুলো পুড়ে যায়। উদ্ধারকাজে যোগ দেওয়া স্থানীয় লোকজন জানান, আগুন লাগার সময় কলোনির লোকজন ঘুমিয়ে ছিলেন। পাশের মুরগির আড়তে রাতে বেচাকেনা চলে। সেখানকার লোকজন প্রথমে আগুন দেখে কলোনির বাসিন্দাদের জাগিয়ে তোলেন।