Thank you for trying Sticky AMP!!

পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির অনুমোদন

পুলিশের লোগো

পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যন্ত ৩৬৫টি ‘সুপারনিউমারারি পদ’ (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত পদ) সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জানতে চাইলে সরকারের দায়িত্বশীল একটি সূত্র এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদন পাওয়া পদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে ১০টি, উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে ৬৫টি, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০টি এবং এসপির ১৫০টি পদ রয়েছে।

আলোচনা আছে, এখন এ বিষয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিগগির পুলিশের এসব গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হবে।

পুলিশে পদোন্নতির জন্য ‘সুপারনিউমারারি’ পদ সৃষ্টির জন্য কিছুদিন ধরেই আলোচনা চলছিল।